সেপটিক ট্যাংকের ওপর ঘর, বিস্ফোরণে তরুণের মৃত্যু

রোববার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে টঙ্গীর আউচপাড়ার মোল্লাবাড়ি সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান। 

মৃতের নাম মো. হাবিবুল্লাহ (১৯)। তার বাবার নাম মো. রুহুল আমিন। তিনি পরিবারের সঙ্গে আউচপাড়ার মোল্লাবাড়ি এলাকার ওই বাসায় ভাড়া থাকতেন। হাবিবুল্লাহ নরসিংদীর একটি পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করতেন বলে জানা গেছে।

201 123
Tags:

Leave a comment

© বাংলা খবর. All Rights Reserved 2025